প্রিয় গ্রাহক,

আসসালামু আলাইকুম।
আপনি আমাদের Bluebird Online পরিবারের একজন সম্মানিত সদস্য, এ জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার নিরবিচারে আমাদের পাশে থাকা, আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনাকে জানাই অকৃত্রিম ভালোবাসা।

সম্প্রতি আমাদের হিসাব ব্যবস্থাপনার সফটওয়্যারে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিগত দুই মাসের বিল এন্ট্রি এবং হালনাগাদ বিল প্রেরণে বিলম্ব হচ্ছে। এতে অনেক ক্ষেত্রে বিল পরিশোধ করার পরও বিল বকেয়া দেখানোর মত ভুল মেসেজ চলে যেতে পারে — যা আপনার অপ্রাপ্তির কারণ হতে পারে। আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এই সমস্যা সমাধানে দিনরাত কাজ করছি।

👉 এখনো যদি আপনার বিল পরিশোধ বাকি থাকে, অনুগ্রহ করে এই মুহূর্তেই বিকাশ পেমেন্ট নাম্বারে বাড়তি কোন খরচ ছাড়াই বিলের টাকা পাঠিয়ে দিতে পারেন।

আমাদের সেবার মান ঠিক রাখতে এবং নেটওয়ার্ক নিরবিচারে সচল রাখতে আপনার সদয় সহযোগিতা একান্ত প্রয়োজন।

 আর যদি ইতিমধ্যেই বিল পরিশোধ করে থাকেন এবং ভুলবশত বকেয়া বিলের মেসেজ পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিকাশ পেমেন্ট  0 1 6 8 1 0 0 1 8 18
 

আপনার সহযোগিতা আমাদের চালিকাশক্তি।
আপনাদের ঈদ হোক শান্তিময়, আনন্দময় ও সংযোগে ভরপুর।


শুভেচ্ছান্তে,
Bluebird Online পরিবার
“আপনার পাশে, সবসময়।” 


ইন্টারনেট সংক্রান্ত অভিযোগ জানতে কল করুন
0175-33555-66
0963-91175-30